ঢাকা,  শনিবার
১৮ মে ২০২৪

The Daily Messenger

কংগ্রেস ৫০ এবং তৃণমূল ১৫ আসনও পাবে না : মোদি

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ০৯:১৭, ৪ মে ২০২৪

আপডেট: ১৪:৪২, ৪ মে ২০২৪

কংগ্রেস ৫০ এবং তৃণমূল ১৫ আসনও পাবে না : মোদি

ছবি: সংগৃহীত

ভারতে চলছে লোকসভা নির্বাচন। চলমান এই নির্বাচনে সারাদেশে ১৫ আসনও পাবে না পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। আরেক রাজনৈতিক দল কংগ্রেস ৫০ আসনও পাবে না বলে তিনি মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৩ মে) নির্বাচনী প্রচারণায় তৃণমূল ও কংগ্রেসকে নিয়ে এমন মন্তব্য করেন মোদি।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে জাতীয় গণতান্ত্রিক জোটই (এনডিএ) সরকার গঠন করবে। এনডিএ ৪০০ পার করবে কি না সেটাই এখন চর্চা চলছে। একটা সময় বামেদের সূর্য পশ্চিমবঙ্গ থেকে অস্ত হতেই চাইত না। তবে এখন দেখুন বামেদের একটা পতাকাও দেখা যায় না।

মোদি বলেন, কংগ্রেস দেশ বিভাজন করেছিল ধর্মের ভিত্তিতে। তোষণের রাজনীতি করে ইন্ডিয়া জোট। মতুয়া সম্প্রদায়ের জন্য ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) আনা হয়েছে। এর সবচেয়ে বিরোধিতা করছে তৃণমূল। এরা সিএএ নিয়ে ভুল প্রচার চালাচ্ছে। তৃণমূল এসব করে সিএএ করা আটকাতে পারবে না। মানুষ অধিকার পাবেই।

মেসেঞ্জার/ফারদিন

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 770