ঢাকা,  শনিবার
০৪ মে ২০২৪

The Daily Messenger

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ২

বরিশাল ব্যুরো 

প্রকাশিত: ২২:২৮, ২১ এপ্রিল ২০২৪

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ২

ছবি : সংগৃহীত

বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজারসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় করপোরেশনের উচ্ছেদ সহকারী ইমরান হাসান চৌধুরী বাদী হয়ে রোববার কোতয়ারী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে শনিবার (২০ এপ্রিল) দিনগত রাত ২টায় কালিজিরা নদীর সম্মুখভাগে অভিযান চালিয়ে এনায়েত নামে একজনকে আটক করে পুলিশ।

পরে সেখান থেকে জব্দ করা হয়েছে একটি বাল্কহেড, একটি ড্রেজার মেশিন, ৫টি প্লাস্টিকের পাইপ। এসময় বাল্কহেড মালিক শাহিনকে আটক করা হয়।

বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বলেন, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় অপরাধ করেছে গ্রেফতার ব্যক্তিরা।

অভিযানকালে নৌথানার এসআই ছারোয়োর হোসেন ও কোতয়ালী পুলিশ সহযোগিতা করেছে।

তিনি বলেন, সিটি মেয়রের কঠোর নির্দেশনা হচ্ছে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে জলাশয় ভরাট করা যাবে না। তার এ নির্দেশনা অনুযায়ী বালু খেকোদের সার্বক্ষণিক নজরদারীতে রাখা হচ্ছে।

মেসেঞ্জার/মেরাজ/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700