ঢাকা,  শনিবার
০৪ মে ২০২৪

The Daily Messenger

নীলফামারীতে ঝিলিক হোটেলসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৪, ২৩ এপ্রিল ২০২৪

নীলফামারীতে ঝিলিক হোটেলসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : মেসেঞ্জার

নীলফামারীর ডিমলা উপজেলার শুটিবাড়ী বাজার এলাকায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় খাবার হোটেলসহ দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম।

তিনি বলেন, ডিমলা উপজেলার শুটিবাড়ী বাজার ও মতির বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও তৈরির দায়ে ঝিলিক হোটেল এণ্ড রেস্তরাকে ১০ হাজার টাকা এবং একটি ওষুধের দোকানকে শ্যাম্পল বিক্রির দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহযোগিতায় ছিলেন ডিমলা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক এবং ডিমলা থানার এর একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

মেসেঞ্জার/রিপন/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700