ঢাকা,  মঙ্গলবার
০৭ মে ২০২৪

The Daily Messenger

এদেশে আর কোনোদিন ভোট চুরি হবে না : ইসি হাবিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬, ২৬ এপ্রিল ২০২৪

আপডেট: ২১:০০, ২৬ এপ্রিল ২০২৪

এদেশে আর কোনোদিন ভোট চুরি হবে না : ইসি হাবিব

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর চাদরে ঘেরা থাকবে নির্বাচনী এলাকা। কেউ কিচ্ছু করতে পারবে না। পূর্বের মতো ভোট ডাকাতি, ভোট চুরির পুনরাবৃত্তি আর কোনোদিনও এদেশে হবে না। আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে চাই। কে কার প্রার্থী সেটা দেখার বিষয় নয়।’

শুক্রবার (২৬ এপ্রিল) বরিশাল জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রার্থীদের সঙ্গে আচরণবিধি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব বলেন, ‘জেনারেল আর সৈনিক আমাদের কাছে সমান। মন্ত্রী এমপির স্বজন নির্বাচনে বিবেচ্য বিষয় নয়।’

নির্বাচন কমিশনার আরও বলেন, উপজেলা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আমরা কাজ করছি। আমাদের সঙ্গে পুলিশ, র‍্যাব, আনসার সবাই আছে। কোনো কেন্দ্রে ঝামেলা হলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় বরিশাল সদর ও বাকেরগঞ্জের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থিরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700