ঢাকা,  মঙ্গলবার
২১ মে ২০২৪

The Daily Messenger

আশুলিয়া নয়, নতুন নকশায় টঙ্গী যাবে মেট্রোরেল

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:৪৭, ১০ মে ২০২৪

আশুলিয়া নয়, নতুন নকশায় টঙ্গী যাবে মেট্রোরেল

ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়া নয়, টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের লাইন। দেশের প্রথম রেল লাইন উত্তরার দিয়াবাড়ি থেকে একটি পথ টঙ্গীকে যুক্ত করবে। এরই মধ্যে বর্ধিত পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়ার কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক।নগরবাসীর স্বপ্নবাহন মেট্রোরেল। এখন চলছে উত্তরা থেকে মতিঝিল। বর্ধিতাংশ আসছে বছর গিয়ে ঠেকবে কমলাপুরে।

এদিকে এমআরটি লাইন- নির্মাণের সময়ই দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছে ভবিষ্যতের কথা ভেবে। পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেয়ার। তবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।নতুন সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গী পর্যন্ত নেয়া হবে রেলপথ; পরিকল্পনা টঙ্গী রেলস্টেশন পর্যন্ত যুক্ত করার।

উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত পথ তৈরি হয়েছে বিআরটি। সাথে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে। ফলে পথে নতুন করে আরো একটি উড়াল রেলপথ বের করা অসম্ভব। যার জন্য রুট কোনটি হবে তা নিয়ে চলছে পরিকল্পনা।ভবিষ্যতে আশুলিয়া পর্যন্ত নেয়ার কথা ভেবে দিয়াবাড়ি থেকে তৈরি করে রাখা প্রায় এক কিলোমিটার পথ; যা এখন টঙ্গী পর্যন্ত যাবে। 

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক বলেন, এখন টঙ্গী রেলস্টেশন পর্যন্ত পথটি যুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। মূলত টঙ্গী রেলস্টেশন এবং সড়ক জংশনকে যদি সংযুক্ত করতে পারি, তাহলে ওই অঞ্চলের মানুষের সুবিধা বাড়বে। 

যদিও প্রাথমিক পরিকল্পনায় এখনই অংশের কাজে হাত দেয়ার কথা ছিলো না। তবে এবার দ্রুত পথে হাঁটতে চায় ডিএমটিসিএল। এরই মধ্যে ফিজিবিলিটি স্ট্যাডি শুরু হয়েছে। শিগগিরই চূড়ান্ত নকশা হবে বলে জানিয়েছেন এম এন ছিদ্দিক।

পথটি যুক্ত হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যেতে সময় লাগবে ৪৮ মিনিট।

মেসেঞ্জার/আজিজ

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768