ঢাকা,  সোমবার
১৭ জুন ২০২৪

The Daily Messenger

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভাগনি ফিরোজ হায়দার মারা গেছেন

প্রকাশিত: ২০:২৫, ২৬ মে ২০২৪

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভাগনি ফিরোজ হায়দার মারা গেছেন

ফাইল ছবি

উপমহাদেশের অন্যতম বিশিষ্ট রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তার কনিষ্ঠ ভাগনি বেগম ফিরোজ হায়দার মারা গেছেন।

শনিবার ৮৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। রোববার (২৬ মে) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তিনি চিরশায়িত হন।

বেগম ফিরোজের স্বামী প্রয়াত বিশিষ্ট মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সৈয়দ হায়দার আলী। ফিরোজ হায়দার দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বেগম ফিরোজ হায়দারের জানাজা দাফনে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা শোক জানিয়েছেন।

বেগম ফিরোজ হায়দার বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজার শাশুড়ি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ অনেক ক্রীড়া সংগঠনই শোক বিজ্ঞপ্তি দিয়েছে।

Advertisement