ঢাকা,  বৃহস্পতিবার
০৯ মে ২০২৪

The Daily Messenger

শীতে বিপর্যস্ত ঠাকুরগাঁও, তাপমাত্রা ১১ ডিগ্রি

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৮:৫৭, ১৮ ডিসেম্বর ২০২৩

আপডেট: ০৯:১৭, ১৮ ডিসেম্বর ২০২৩

শীতে বিপর্যস্ত ঠাকুরগাঁও, তাপমাত্রা ১১ ডিগ্রি

ছবি : সংগৃহীত

গত এক সপ্তাহ ধরে সারাদেশেই জেঁকে বসেছে শীত। দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীতের দাপট। দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়েও শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। গত তিনদিন ধরে তাপমাত্রার পারদ ১২ থেকে ১৬ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও সোমবার (১৮ ডিসেম্বর) জেলার কৃষি সম্প্রসারণের তথ্যমতে সকাল ৬টায় ঠাকুরগাঁওয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। 

সর্বনিম্ন এ তাপমাত্রায় শীতের কাপুনীতে জর্জরিত উত্তরের উপজেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ। নিম্নআয়ের মানুষগুলো শীত নিবারণ করছে খড়কুটো জ্বালিয়ে। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই নিম্নআয়ের বিভিন্ন পেশাজীবী মানুষরা কাজে যাচ্ছে। শীতের কারণে বাড়তে শুরু করে বিভিন্ন রোগ-ব্যাধি। ঠাকুরগাঁওয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের পাশাপাশি বিভিন্ন যানবাহনের উপস্থিতি কম দেখা গেছে। এর মাঝে প্রয়োজনের ক্ষেত্রে কিছু মানুষকে বিভিন্ন যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে মৌসুমের প্রথম মৃদু শৈত্য প্রবাহ চলছে। আগামী বুধবার পর্যন্ত এটা অব্যাহত থাকতে পারে। এসময়  দেশের বেশির ভাগ এলাকায় থাকবে প্রচণ্ড শীত।

 

 

 

মেসেঞ্জার/দিশা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700