ঢাকা,  মঙ্গলবার
০৭ মে ২০২৪

The Daily Messenger

উপজেলা পরিষদ নির্বাচন

পঞ্চগড়ে তিন উপজেলায় ১০ চেয়ারম্যানসহ ৩৩ প্রার্থী পেলেন প্রতীক 

পঞ্চগড় প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:১৫, ২৩ এপ্রিল ২০২৪

পঞ্চগড়ে তিন উপজেলায় ১০ চেয়ারম্যানসহ ৩৩ প্রার্থী পেলেন প্রতীক 

ছবি : সংগৃহীত

আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন। এ নির্বাচনে পঞ্চগড়ের তিনটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩৩ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মো.এনামুল হক  প্রতীক বরাদ্দ দেন।

জেলার সদর উপজেলায় তিনটি পদে মোট ৯ জন প্রার্থী হয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দ প্রাপ্ত প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম পেয়েছেন মোটর সাইকেল, সাবেক ছাত্রলীগ নেতা এএস মো শাহনেওয়াজ প্রধান শুভ ঘোড়া ও সাবেক ব্যাংক কর্মকর্তা সুমন চন্দ্র রায় আনারস প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক প্রাপ্ত প্রার্থীদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক পেয়েছেন উড়ো জাহাজ ও মাসুদ পারভেজ চশমা। এ দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফার ইয়াসমিন কলস, নাছিমা খাতুন ফুটবল, কাজল রেখা প্রজাপতি ও সাবিনা ইয়াসমিন হাঁস প্রতীক পেয়েছেন। 

তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু (আনারস), উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজী আনিছুর রহমান (দোয়াত কলম), কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন ( কাপ পিরিচ), সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকু (ঘোড়া) ও ব্যবসায়ী নিজাম উদ্দীন খাঁন (মটর) প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিক বরাদ্দকৃত প্রার্থীদের মধ্যে খন্দকার আবু সালেহ ইব্রাহিম চশমা, আবু সাইদার রহমান তালা, আব্দুল লতিফ খান টিউবওয়েল, আব্দুস সাত্তার বৈদ্যুতিক পাখা, আশরাফ আলী উড়ো জাহাজ, কবির হোসেন বই, তৌহিদ হাসান তুহিন টিয়া পাখি ও মজিবর রহমান মাইক প্রতীক পেয়েছেন। অপরদিকে  প্রতিক বরাদ্দকৃত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সুলতানা রাজিয়া কলস ও সৌমা চৌধুরী ফুটবল প্রতীক পেয়েছে।

এদিকে আটোয়ারী উপজেলায় চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম পেয়েছেন মোটর সাইকেল ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান পেয়েছেন ঘোড়া।

এ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত প্রার্থীদের মধ্যে মখলেছুর রহমান পেয়েছেন চশমা ও সেলিম মোরশেদ টিয়া পাখি। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম পেয়েছেন ফুটবল প্রতীক, মনোয়ারা বেগম হাঁস, ফরিদা ইয়াসমিন সেলাই মেশিন, লুৎফা বেগম কলস ও শেফালী পারভীন পেয়েছেন বৈদ্যুতিক পাখা প্রতীক। 

রিটার্নিং অফিসার মো.এনামুল হক  জানান, আগামী ৮ মে অনুষ্ঠিত হচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন। এ নির্বাচনে জেলার তিনটি উপজেলায় তিনটি পদে চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৩৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠভাবে করতে ইতিমধ্যে ভোটগ্রহণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিকে প্রতীক বরাদ্ধ পাওয়ার পর পরই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে অবহিত করেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম। সম্মেলন শেষে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। 

মেসেঞ্জার/সজিব

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700