ঢাকা,  সোমবার
০৬ মে ২০২৪

The Daily Messenger

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৯, ২৪ এপ্রিল ২০২৪

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু

ছবি: মেসেঞ্জার

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ২৩ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে নগরীর পচাপুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভাগ্নের বিয়ের কেনাকাটা করতে ভাজিতি শেফালি আক্তারকে (৪০) নিয়ে শহরে এসেছিলেন ময়মনসিংহ সদরের উজান বাড়েরা এলাকার আবদুর রহমান (৫৫)। বাজার নিয়ে গেলে রাতেই বিয়ে হওয়ার কথা ছিল ভাগনে খোকার। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তাদের।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটিবজংশন ছেড়ে জামালপুরের দিকে যাচ্ছিল। জংশনের কাছাকাছি পঁচা পুকুর পাড় রেলক্রসিং এলাকায় একটি ব্যাটারিচারিত অটোরিক্সাকে ধাক্কা দেয় এবং অটোরিকশা থেকে প্রায় একশো গজ দূরে নিয়ে যায়।

এ সময় অটো রিক্সাতে থাকা একজন পুরুষ ও একজন নারী যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় অটো রিক্সায় থাকা এক পুরুষ ও এক নারী মারা গেছে। এই ঘটনা এক শিশু আহত হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

মেসেঞ্জার/দিশা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700