ঢাকা,  রোববার
১৯ মে ২০২৪

The Daily Messenger

ডেঙ্গু সচেতনতা সৃষ্টিতে কাউন্সিলররা ৫০ হাজার টাকা পাবেন : মেয়র আতিক

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:০৬, ৬ মে ২০২৪

আপডেট: ১৫:০৫, ৬ মে ২০২৪

ডেঙ্গু সচেতনতা সৃষ্টিতে কাউন্সিলররা ৫০ হাজার টাকা পাবেন : মেয়র আতিক

ছবি : সংগৃহীত

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টি করার জন্য প্রতিমাসে ডিএনসিসির সব কাউন্সিলরকে ৫০ হাজার করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উওর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (৬ মে) রাজধানীর কুড়িল প্রগতি সরণিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও মশক নিধন অভিযানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কাউন্সিলররা এলাকার মুরুব্বী, স্কুলের শিক্ষক, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের সবার সঙ্গে আলোচনা করতে পারেন। তাদের মাধ্যমে সবাইকে সচেতন করতে পারে। যে কারণে আমরা এমন উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের ঘরবাড়ি ও নিজস্ব জায়গা পরিষ্কার রাখতে হবে। কোনো পাত্রে বা কোন কোন জায়গার স্বচ্ছ পানি জমে এডিস মশার লার্ভা জন্ম নেয় সেসব বিষয় জনগণকে সচেতন করবেন কাউন্সিলরা৷

তিনি আরও বলেন, আমাদের নির্দেশনা অনুযায়ী কাউন্সিলররা জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করবেন। একদিকে গরমের তাপপ্রবাহ অন্যদিকে এডিস মশা, এছাড়া সিটি কর্পোরেশনের রোপন করা গাছগুলোকে রক্ষা করা। এসবই কিন্তু আমাদের চ্যালেঞ্জ। আমরা মনে করি যদি জনগণ সচেতন হন, আমাদের সহযোগীতা করেন, তাহলে আমাদের কাছে কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ মনে হবে না। যার যার অফিস দোকান, বাসা বাড়ি যদি নিজেরা পরিষ্কার করি তাহলে এডিস মশা জন্মাবে না।

মেসেঞ্জার/ফামিমা

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768