ঢাকা,  বৃহস্পতিবার
০৯ মে ২০২৪

The Daily Messenger

সাতক্ষীরায় অগ্নিবীনার উদ্যোগে নজরুল সম্মিলন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩৪, ২৭ এপ্রিল ২০২৪

আপডেট: ১০:০৭, ২৭ এপ্রিল ২০২৪

সাতক্ষীরায় অগ্নিবীনার উদ্যোগে নজরুল সম্মিলন

ছবি: মেসেঞ্জার

আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হই কবি নজরুলের এই বাণী কে সামনে রেখে আন্তর্জাতিক নজরুল সম্মিলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে অগ্নিবীনা জেলা সংসদ সাতক্ষীরার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অগ্নিবীণা জেলা সংসদের সভাপতি প্রাণকৃষ্ণ সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন  এস.ডি.এফ এর চেয়ারপার্সন (সাবেক সিনিয়র সচিব) মো. আব্দুস সামাদ। 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন  কবি নজরুল ইনস্যিাটউট নির্বাহী পরিচালক এএফএম হায়াতুল্লাহ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলন রেঞ্জের সাবেক ডিআইজি ড. এস. এম মনিরুজ্জামান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আলমগীর হোসেন, বাংলাদেশ টেলিভিশনের নজরুল সংগীত শিল্পী ও পরিচালক, ড. লীনা তাপসী খান, পুলিশ সুপার (কমান্ড্যান্ট) মোহাম্মদ. বেলায়েত হোসেন টিপু, অগ্নিবীণা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম সিরাজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, কবি নজরুল ইনস্টিটিউট ঢাকা আবৃত্তিকার ও প্রশিক্ষক সীমা ইসলাম, অগ্নিবীণা রাজশাহী বিভাগীয় সংসদের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিএল কলেজের অধ্যাপক মো. আব্দুল মান্নান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু,অধ্যাপক গাজী আজিজুর রহমান, কবি সৌহার্দ সিরাজ, কবি পল্টু বাসার প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় কবি সাহিত্যিক শিল্পী ও সমাজসেবক, সমাজে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার আবুল কালাম বাবলা, কণ্ঠশিল্পী চৈতালি মুখার্জি, শিল্পী মোঃ শহিদুল ইসলামসহ-৫ জন গুণী ব্যক্তি কে সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে ধুমকেতু, সাতক্ষীরার সূর্য সহ ৩ টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক নজরুল সম্মিলনের আহ্বায়ক সোহরাব হোসেন সবুজ।

মেসেঞ্জার/আসাদুজ্জামান/ফারদিন

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700