ঢাকা,  সোমবার
২০ মে ২০২৪

The Daily Messenger

আশুলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৫, ৮ মে ২০২৪

আপডেট: ১৮:৫৭, ৮ মে ২০২৪

আশুলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

ছবি : মেসেঞ্জার

ঢাকার আশুলিয়ায় খেলার ছলে চার বছরের এক কন্যা শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. নূর ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৮ মে) দুপুরে গ্রেপ্তার আসামীকে ঢাকার আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া ডুকাটি গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনি দেয়। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- গাইবান্ধা সদর থানার খামার গোবিন্দপুর গ্রামের মৃত আহসান আলীর ছেলে মো. নূর ইসলাম (৩৭)। তিনি একই বাড়ির অন্য কক্ষের ভাড়াটিয়া।

মঙ্গলবার রাতে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন শিশুটির মা। ভুক্তভোগী শিশুটির বয়স ৪ বছর। সে বাবা-মায়ের সাথে থাকে। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘরের উঠানে খেলা করার সময় কৌশলে শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে যায় নূর ইসলাম। শিশুটির মা ডাকাডাকি করেও তাকে খুঁজে পায়নি। প্রায় ৪০ মিনিট পর শিশুটি ঘর থেকে বের হয়ে আসে।

শিশুটির হাঁটতে কষ্ট হচ্ছে দেখে মা শিশুর কাছে জানতে চায় কি হয়েছে। পরে মাকে সব খুলে বলে মেয়ে। ঘটনা জানতে পেরে ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারা উত্তেজিত হয়ে আসামীকে এলোপাতাড়ি মারধর করে। পরে শিশুর বাবা আসামীকে উদ্ধার করে নিজের হেফাজতে নিয়ে পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) নির্মল কুমার দাস বলেন, আসামীকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার কথা রয়েছে তাঁর। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/নোমান/আপেল

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768