ঢাকা,  সোমবার
২০ মে ২০২৪

The Daily Messenger

বগুড়ায় চেয়ারম্যান প্রার্থী রবিনের এজেন্টকে এক বছরের জেল

বগুড়া ব্যুরো 

প্রকাশিত: ২০:২৫, ৮ মে ২০২৪

বগুড়ায় চেয়ারম্যান প্রার্থী রবিনের এজেন্টকে এক বছরের জেল

ছবি : মেসেঞ্জার

বগুড়া গাবতলীতে জাল ভোট দেওয়ার অভিযোগে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিনের এজেন্টকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ মে) বিকালে গাবতলী থানায় আদালত বসিয়ে রায় দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা রিমা।

দণ্ডিত ওই ব্যক্তির নাম এমদাদ হক এরশাদ তিনি গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনারস প্রতীকের এজেন্ট ছিলেন এবং ওই ওযার্ডের সাবেক ইউপি সদস্য।

এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

পুলিশের এই কর্মকর্তা জানান, ভোটগ্রহণের সময় বেলা ১২ টার দিকে উপজেলার রাসেশ্বরপুর মাঝপাড়া কুসুম কলি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে আনারস প্রতীক প্রার্থীর এজেন্ট এমদাদকে আটক করে পুলিশ।

এই সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা আনারস প্রতীকে সিল দেওয়া ৯০০ টি ব্যালট জব্দ করা হয়। সাথে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহজাহান হোসেনকে আটক করে পুলিশ।

হাতেনাতে গ্রেপ্তারের পর প্রায় ৩০০ টি জাল ভোট বাক্সে ফেলানোর অভিযোগ স্বীকার করেন ওই প্রিজাইডিং কর্মকর্তা।

তিনি আরও জানান, জাল ভোট দেওয়ার অভিযোগে আটক প্রিজাইডিং অফিসার শাজাহান এমদাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে। এছাড়াও এমদাদের কাছ থেকে সিল দেওয়া ব্যালট পেপার পাওয়ায় বিচারক এক বছরের কারাদন্ড দিয়েছেন।

মেসেঞ্জার/আলমগীর/আপেল

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768