ঢাকা,  সোমবার
২০ মে ২০২৪

The Daily Messenger

সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে শের আলম চেয়ারম্যান নির্বাচিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ০৯:০১, ৯ মে ২০২৪

সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে শের আলম চেয়ারম্যান নির্বাচিত

ছবি : সংগৃহীত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. শের আলম মিয়া (মোটরসাইকেল মার্কা) ৪৯ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. রফিক উদ্দিন ঠাকুর (ঘোড়া) পেয়েছেন ২৮ হাজার ৯৪৪ ভোট। 

বুধবার (৮ মে) রাতে ভোট গণনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া হানিফ আহমেদ সবুজ (তালা) প্রতীকে ৩৫ হাজার ৮০৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসেন মিয়া ( টিউবওয়েল) ২৮ হাজার ৮৫২ ভোট পেয়েছেন। 

৩১ হাজার ১৮৬ (হাঁস) ভোট পেয়ে রোকেয়া বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবেদা বেগম (ফুটবল) পেয়েছেন ২৩ হাজার ৯৬৮ ভোট। 

মেসেঞ্জার/দিশা

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768