ঢাকা,  সোমবার
২০ মে ২০২৪

The Daily Messenger

গাইবান্ধার ফুলছড়িতে চেয়ারম্যান নির্বাচিত হলেন সাঈদ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ০৯:০৭, ৯ মে ২০২৪

আপডেট: ০৯:০৯, ৯ মে ২০২৪

গাইবান্ধার ফুলছড়িতে চেয়ারম্যান নির্বাচিত হলেন সাঈদ

ছবি : মেসেঞ্জার

উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার ফুলছড়িতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আবু সাঈদ। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মোটর সাইকেল প্রতীকে ৩০ হাজার ৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার একমাত্র প্রতিদ্বন্ধী জিএম সেলিম পারভেজ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৭৬ ভোট। ভাইস-চেয়ারম্যান নিবাচিত হয়েছেন রাসেল বিন ওয়াহেদ ফিরোজ। তিনি চমশা প্রতীকে ১২ হাজার ২১৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুস ছাত্তার ১০হাজার ৯০৫ ভোট পেয়েছেন। মহিলা- ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মোছা. রাশেদা বেগম হাঁস প্রতীকে ১৮ হাজার ৯০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বিন্ধী প্রার্থী মোছা . শাখিয়া পারভিন ১২ হাজার ৫৩৬ ভোট পেয়েছেন।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজ ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একডেমি কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের ভোট বর্জনের ঘোষণা দেন।

তিনি অভিযোগ করে বলেন, সকালে ফুলছড়ির বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি ভালো। তবে দিন গড়াতেই ভোটারদের কেন্দ্রে আসতে বাধা, জোরপূর্বক অন্যের ভোট দেওয়ার অভিযোগ আসতে থাকে। এছাড়া গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সাংসদ মাহমুদ হাসান রিপন ভোটকে প্রভাবিত করেছেন। তার কর্মী-সমর্থকরা সাংসদ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো. আবু সাঈদের পক্ষে উপজেলার ৬০টি কেন্দ্রের মধ্যে চরাঞ্চলের ৩০টি কেন্দ্র দখলে নিয়ে জোরপূর্বক ব্যালটে সিল মারে। এ অবস্থায় বেলা সাড়ে ১২টায় সেলিম পারভেজ (ঘোড়া প্রতীক) ভোট বর্জনের ঘোষণা দেন। সেলিম পারভেজ ফুলছড়ি উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্র দখল করা হয়েছে। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। এ অবস্থায় তিনি ভোট বর্জন করেছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাতটি ইউনিয়ন নিয়ে ফুলছড়ি উপজেলার ৬০টি কেন্দ্রের ২৯৮টি স্থায়ী এবং অস্থায়ী ১৭টিসহ মোট ৩১৫টি ভোটকক্ষে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সমতলে ৩০টি এবং চরাঞ্চলে ৩০টি ভোটকেন্দ্র রয়েছে। এসব ভোটকেন্দ্রে ভোটগ্রহণের দায়িত্ব পালন করছেন ৬০ জন প্রিসাইডিং, ৩১৫ জন সহকারী প্রিসাইডিং এবং ৬৩০ জন পোলিং অফিসার।

ফুলছড়িতে ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪০ জন । এরমধ্যে পুরুষ ৬২ হাজার ৯৭১ জন ও নারী ৬৩ হাজার ৬৯ জন। ফুলছড়িতে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্বিতা করছেন। রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব বলেন, নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার সাথে অনুষ্ঠানের লক্ষ্যে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের পাশাপাশি নির্বাচনি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও মোবাইল কোর্ট পরিচালনা এবং স্ট্রাইকিং ফোর্সকে দিক নির্দেশনা প্রদানের জন্য ১৭ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নির্বাচনকালীন সময়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য বিজিবি’র ৬ প্লাটুন সদস্য, র‌্যাবের ২টি করে মোট ৪টি টিম, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হয়েছিল। এছাড়াও নির্বাচনী এলাকায় ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

মেসেঞ্জার/শাকিল/দিশা

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768