ঢাকা,  সোমবার
২০ মে ২০২৪

The Daily Messenger

বগুড়ায় চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ০৯:৩৯, ৯ মে ২০২৪

আপডেট: ০৯:৪৫, ৯ মে ২০২৪

বগুড়ায় চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই

ছবি : মেসেঞ্জার

বগুড়া -১ আসনের সাংসদ সাহাদারা মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন সজল ও ছোট ভাই এ্যাড মিনহাদুজ্জামান লিটন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও গাবতলী উপজেলায় চেয়ারম্যান পদে নতুন মুখ কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন নির্বাচিত হয়েছে।

বগুড়া গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অরুণ কান্তি রায় সিটন ঘোড়া প্রতীকে ৪১ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন আনারস প্রতীকে ৩৯ হাজার ৭৫২ ভোট পেয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন। 

অন্য প্রার্থীদের মধ্যে আতাউর রহমান হেলিকপ্টার প্রতীকে ২ হাজার ৩০৬ ভোট এবং সাহানুর রহমান সাকিল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৪০ ভোট। 

নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান, গাবতলীতে মোট ৯৮টি কেন্দ্রে ৮৬ হাজার ৯০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ ভোটের শতকরা হার ৩২ দশমিক ৪০ শতাংশ।

জেলার সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল। ৭১ টি কেন্দ্রের মধ্যে তিনি পেয়েছেন ৩৭২৪৮ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম মন্টু পেয়েছেন ৬১৫৩ ভোট। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার সোহাগ চৌধুরী। 

চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের মধ্যে আব্দুস ছালাম ৩৬৭ ভোট, আশিক আহম্মেদ ৫৭২ ভোট এবং শাহজাহান আলী ৩ হাজার ১২ ভোট পেয়েছেন। নব নির্বাচিত চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজল বগুড়া- ১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছেলে।

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি মিনহাদুজ্জামান লীটন বিজয়ী হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২০ হাজার ৪৮৩ ভোট। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের মোটর সাইকেলের প্রতীকে পড়েছে ৭ হাজার ৩৪৫ ভোট। 

সোনাতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি প্রিসাইডিং কর্মকর্তা আলমগীর হোসেন বুধবার রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, মোট ১ লাখ ৬৬ হাজার ১৬১ ভোটারের মধ্যে মাত্র ২৮ হাজার ৪২৭জন ভোট দিয়েছেন। ভোট প্রদানের হার ১৭ দশমিক ১১। সেখানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ করা হয়। 

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা ফিদা হাসান টিটু এর আগে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী ওয়াছিয়া আকতার লুনা নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান লিটন বগুড়া -১ আসনের সাংসদ সাহাদারা মান্নানের ছোট ভাই। 

মেসেঞ্জার/আলমগীর/দিশা

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768