ঢাকা,  সোমবার
২০ মে ২০২৪

The Daily Messenger

সাতক্ষীরার কালিগঞ্জে সুমন ও শ্যামনগরে সাইদ জয়ী

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৭, ৯ মে ২০২৪

সাতক্ষীরার কালিগঞ্জে সুমন ও শ্যামনগরে সাইদ জয়ী

ছবি : মেসেঞ্জার

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার কালিগঞ্জ শ্যামনগর উপজেলা নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শেষ হাসি হাসলো শেখ মেহেদী হাসান সুমন এবং শ্যামনগর উপজেলা সাঈদ-উজ-জামান সাঈদ। কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে ৭৯টি কেন্দ্রে শ্যামনগরে ১১টি ইউনিয়নে ৯২ টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

কালিগঞ্জ উপজেলায় ৬২হাজার ৩৪৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান সুমন (আনারস) নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী (ঘোড়া) পেয়েছেন ৩১ হাজার ৯৪৫ ভোট।

শ্যামনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে-শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ (আনারস) ৫১হাজার ৩৫১ভোট পেয়ে জয়লাভ করেছেন।

অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদ্য সাবেক জেলা পরিষদের সদস্য গাজী গোলাম মোস্তফা (ঘোড়া) পেয়েছেন ৩২ হাজার ৩৭৪ ভোট। বুধবার ( মে) রাতে গণনা শেষে রিটার্নিং অফিসারের কার্যালয় তথ্য জানায়।

জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, সাতক্ষীরার শ্যামনগর কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক।

মেসেঞ্জার/আসাদ/lআপেল

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768