ঢাকা,  সোমবার
২০ মে ২০২৪

The Daily Messenger

ফরিদপুরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ২ উপজেলা 

 ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:৪৫, ১০ মে ২০২৪

ফরিদপুরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ২ উপজেলা 

ছবি: মেসেঞ্জার

ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক তাণ্ডবের পর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে প্রায় শতাধিক গ্রাম। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে ঝড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ার পর থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে দুই উপজেলা জুড়ে বিরাজ করছে অন্ধকার পরিবেশ। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৯ মে) বিকেল পাঁচটার দিকে প্রায় ২০ মিনিট ধরে চলে কালবৈশাখী ঝড়। এতে গাছপালা ও কাচা-পাকা ঘরবাড়ীসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বোয়ালমারী-আলফাডাঙ্গা সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। বোয়ালমারী উপজেলার সুর্যোগ, ময়েনদিয়া, কাটাগড়, ছত্রকান্দা, সহস্রাইল, মোড়া, সুতালীয়া, তামারহাজি, বড়গা ও আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নসহ বেশ কয়েকটি এলাকায় ঝড়ে বেশি আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন আহতও হয়েছেন।

ফরিদপুরের বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার জানান, উপজেলার বিভিন্ন সড়কে গাছপালা ভেঙ্গে পড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার উপর থেকে গাছপালা সরানোর কাজ চলছে। 

ফরিদপুরের বোয়ালমারী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোরশেদুর রহিম জানান, বিদ্যুৎ সরবরাহ চালুর জন্য কাজ চলছে। তবে কখন বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। 

মেসেঞ্জার/নাজিম/ফারদিন

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768