ঢাকা,  সোমবার
১৭ জুন ২০২৪

The Daily Messenger

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস কেড়ে নিল যুবকের প্রাণ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৬, ২৬ মে ২০২৪

আপডেট: ২১:০১, ২৬ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস কেড়ে নিল যুবকের প্রাণ

ছবি : মেসেঞ্জার

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পটুয়াখালীর সকল উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের প্রভাব দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর ও নদীর পানি ৩ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে উপকূলে তাণ্ডব শুরু করেছে রিমাল।

রোববার (২৬ মে) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি ও ঝড়োবাতাস বইছে।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে পটুয়াখালীর কলাপড়ায় শরীফুল (২৪) নামের এক যুবকের মরদেহ ভেসে এসেছে।

রোববার (২৬ মে) দুপুরে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। জলচ্ছাসে ভেসে আসা শরিফ ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া এলাকার আব্দুর রহিম এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, রোববার (২৬ মে) দুপুর ১২টার দিকে বোন ও ফুফুকে আশ্রয় কেন্দ্রে আনতে যাবার পথে উপজেলার ধুলাসার ইউনিয়নের কাউয়ার চর এলাকায় পানির তোড়ে ভেসে যায় শরীফুল ইসলাম (২৭) নামের এক জেলে।

এরপর থেকে শরীফুলকে খোঁজা শুরু হয়। দুপুর সোয়া ২ টা নাগাদ স্থানীয়রা আশাখালী নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

মহিপুর থানার (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে জোয়ারের চাপে চাকামইয়া ইউনিয়নের বটতলা নামক স্থানের বেড়িবাঁধ ৫ থেকে ৭ ফুট ভেঙে পানি প্রবেশ করে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

এছাড়া দুপুরের জোয়ারে উপজেলার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

মেসেঞ্জার/মানিক/আপেল

Advertisement