ঢাকা,  সোমবার
২০ মে ২০২৪

The Daily Messenger

পাবিপ্রবিতে গুচ্ছের ’সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

পাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৫, ১০ মে ২০২৪

পাবিপ্রবিতে গুচ্ছের ’সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ছবি : মেসেঞ্জার

পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছেরসিইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। যেখানে পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাজার ৩৩৮ জন আবেদন করেন। এর মধ্যে হাজার ১১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। সে হিসেবে পরীক্ষায় উপস্থিতির হার ৮৩.১৮ শতাংশ।

শুক্রবার (১০ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক . হাফিজা খাতুন, কোষাধ্যক্ষ অধ্যাপক . কে এম সালাহ্ উদ্দীন প্রক্টর . মো. কামাল হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সুষ্ঠু শান্তিপূর্ণভবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . হাফিজা খাতুন সাংবাদিকদের বলেন, পরীক্ষা খুবই সুন্দর, সুশৃঙ্খল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সময় তিনি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রক্টরিয়াল বডি পুলিশ প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ পাবনাবাসীকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর . মো. কামাল হোসেন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। নিরাপত্তার স্বার্থে আমরা প্রক্টরিয়াল বডি আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। 

মেসেঞ্জার/মামুন/আপেল

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768