ঢাকা,  মঙ্গলবার
২১ মে ২০২৪

The Daily Messenger

গুচ্ছ ভর্তিচ্ছুদের সহায়তায় ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন কুবি

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ১০ মে ২০২৪

গুচ্ছ ভর্তিচ্ছুদের সহায়তায় ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন কুবি

ছবি : মেসেঞ্জার

গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় কাজ করেছে ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। শুক্রবার (১০ মে) আগের দুই ইউনিটের মতোই ‘সি' ইউনিটের পরীক্ষা উপলক্ষ্যে কুবি কেন্দ্রে তারা সেবা প্রদান করেছেন।

এ সময় তারা পরীক্ষার্থীদের ব্যাগ, বই, মোবাইল ফোন, ঘড়িসহ যাবতীয় জিনিস বিনামূল্যে সংরক্ষন করেছেন।পাশাপাশি তাদের বুথে পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের জন্যও বসার ব্যবস্থা ছিল।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবিদুর রহমান বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় বুথ বসিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সকল সাহায্য যেমন- তথ্য সহায়তা দান ও তাদের প্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখার কাজ করেছি।'

এই বিষয়ে সংগঠনের সভাপতি নাঈম খোন্দকার বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রয়োজনীয়  জিনিসপত্র যেগুলো পরীক্ষার হলে নিয়ে যাওয়া বৈধ নয়, সেগুলো বিনামূল্যে রাখার ব্যবস্থা করা হয়েছে এখানে।

ফেনী ও ফেনীর আশেপাশের অঞ্চল থেকে যারা এসেছেন আমরা তাদের সাহায্য করেছি। অভিভাবকদের বসার ব্যবস্থাও ছিল বুথে।

'এ', 'বি' ও 'সি' তিন ইউনিটেরই ভর্তি পরীক্ষায় আমরা এই সেবা দিয়েছি। আমাদের এসোসিয়েশনের এই কাজে যারা সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ। সামনে আরও এধরণের কাজ অব্যাহত থাকবে।'

মেসেঞ্জার/অনন/তারেক

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768