ঢাকা,  মঙ্গলবার
২১ মে ২০২৪

The Daily Messenger

জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৬:২৩, ১০ মে ২০২৪

জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল। ছবি: বিজনেস টুডে

ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে দিল্লির সুপ্রিম কোর্ট। জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি।

শুক্রবার (১০ মে) বার্তাসংস্থা এএফপি হিন্দুস্থান টাইমস এই তথ্য জানিয়েছে।

বিচারপতি সঞ্জীব খান্না দীপঙ্কর দত্তের সমন্বয়ে গঠিত বেঞ্চ কেজরিওয়ালকে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য জুন পর্যন্ত জামিন দিয়েছেন। সেদিনটিই চলমান সাত ধাপের লোকসভা নির্বাচনের ভোটের শেষদিন।

আদালতে উপস্থিত এএফপির সাংবাদিক এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কেন লোকসভা নির্বাচন শুরুর আগে গ্রেপ্তার করা হলো, তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) প্রশ্ন করে সুপ্রিম কোর্ট।

শুনানি শেষে আজ আদালত এই সিদ্ধান্ত দিয়েছে।

জুন আবারও আদালতের কাছে আত্মসমর্পণ করবেন কেজরিওয়াল।

গত ২১ মার্চ কেজরিওয়ালকে আবগারি নীতির সঙ্গে সংশ্লিষ্ট একটি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়।

দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) করা মামলায় আইনগত নিরাপত্তা চেয়ে কেজরিওয়ালের আবেদন দিল্লি হাইকোর্ট ফিরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর ইডির একটি ১২ সদস্যের দল উত্তর দিল্লির সিভিল লাইনস এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে।

এতোদিন তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কারা-হেফাজতে বসেই দিল্লির সরকার চালিয়ে এসেছেন।

মেসেঞ্জার/হাওলাদার

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768