ঢাকা,  সোমবার
১৭ জুন ২০২৪

The Daily Messenger

ঘুড়ি উড়ানো শৈশব

আজাহার উদ্দিন, রাজশাহী থেকে

প্রকাশিত: ২১:৩২, ২৬ মে ২০২৪

ঘুড়ি উড়ানো শৈশব

ছবি: আজাহার উদ্দিন

এখন পদ্মা নদী শুকিয়ে জেগে উঠেছে বিশাল বিশাল চর। নদী এখন খণ্ড খণ্ড দেখা যাচ্ছে জেগে উঠা চরে। কোথাও কোথাও পানি থাকলেও বেশির ভাগ জায়গায় জেগেছে চর। সেসব চরে লাগানো হয়েছে বাদাম ও তিল। এখন পুরো চর এলাকায় ধান আর তিলে ভরে আছে পুরো নদী। দেখে বোঝার উপায় নেই এটি পদ্মা নদী। এই বিশাল চরে বাম্পার ফলন হয়েছে তিলের। বিস্তৃর্ণ তিলের ক্ষেতের পাশে খেলছে কিশোররা।

পলিথিনের ঘুড়ি বানিয়ে উড়ানো, দৌঁড়ে বেড়ানো শৈশবের আনন্দ যেন এই কিশোরদের মনে। এমন দৃশ্য রোববার (২৬ মে) ধরা পড়েছে দ্য ডেইলি মেসেঞ্জারের ক্যামেরায়।

মেসেঞ্জার/হাওলাদার

Advertisement