ঢাকা,  মঙ্গলবার
২১ মে ২০২৪

The Daily Messenger

বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:৫৭, ৩০ এপ্রিল ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত

ছবি : সৌজন্য

বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ মঙ্গলবার (৩০ এপ্রিলকক্সবাজারের রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ- জামান, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ২৪ পদাতিক ডিভিশন দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও, প্রতিযোগিতায় বিশেষ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য ইউপি সার্জেন্ট রাজু আহমেদ শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় এবং ইউপি ল্যান্স কর্পোরাল মোঃ সিফাত হোসেন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন।

সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং ১০ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া ছাড়াও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক উৎকর্ষ, খেলাধুলার মান উন্নয়ন, খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুতের উদ্দেশ্যে গত ২২ এপ্রিল ২০২৪ তারিখ হতে প্রতিযোগিতাটি শুরু হয়।

মেসেঞ্জার/মুমু

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768