ঢাকা,  মঙ্গলবার
২১ মে ২০২৪

The Daily Messenger

বিশ্বকাপের পরই নতুন কোচ নিয়োগ ভারতের

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৫:১১, ১০ মে ২০২৪

বিশ্বকাপের পরই নতুন কোচ নিয়োগ ভারতের

ছবি : সংগৃহীত

বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ বলেছেন, ‘কিছুদিনের মধ্যে আমরা আবেদনপত্র আহ্বান করব। রাহুলের দায়িত্ব জুন মাসে শেষ হবে। যদি দায়িত্ব চালিয়ে নিতে চায়, তাকে আবারও আবেদন করতে হবে।

গতবারের মতো একই ভুল করতে চায় না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার অল্পসময় আগে নতুন কোচ খুঁজতে বেরিয়েছিল বোর্ডটি। বিপাকেও পড়েছিল ভারত দল। সেবার দ্রাবিড় টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থেকে যেতে চাওয়ায় সমস্যার সমাধান হয়। এবার আগেভাগেই নতুন কোচের সন্ধানে নেমেছে ভারত। চাইলে দ্রাবিড়ও আবেদন করতে পারবেন, জানিয়েছে বিসিসিআই।

নতুন কোচকে ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব নিতে হবে জানিয়ে শাহ বলেছেন, ‘আমরা তিন বছরের দীর্ঘ মেয়াদে নতুন কোচ খুঁজছি। ভারতীয় ক্রিকেটে আলাদা সংস্করণের জন্য আলাদা আলাদা কোচের নজির নেই। তাছাড়া সব সংস্করণে আমাদের অনেক খেলোয়াড় রয়েছে। সবশেষে ক্রিকেট পরামর্শক কমিটি যে সিদ্ধান্ত নেবে, আমাকে সেটা বাস্তবায়ন করতে হবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাঠ নিয়েও কথা বলেছেন জয় শাহ। গত দুটি ফাইনাল ইংল্যান্ডে হয়েছে। তৃতীয়টিও সেখানে হওয়ার কথা। সেবিষয় নিয়ে বলেছেন, ‘আইসিসির সাথে বিষয়টি নিয়ে আমরা আলাপ করেছি। মাঠ পরিবর্তনের বিষয়টি তারা বিবেচনা করবে।

মেসেঞ্জার/আজিজ

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768