ঢাকা,  মঙ্গলবার
২১ মে ২০২৪

The Daily Messenger

১৪৩ রানে থামল বাংলাদেশ

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ২০:২৪, ১০ মে ২০২৪

১৪৩ রানে থামল বাংলাদেশ

ছবি: ইএসপিএন ক্রিকইনফো

সৌম্য সরকার তানজিদ হাসান তামিম জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন। দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়েই দীর্ঘ বছর পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি এসেছে। মনে হচ্ছিল বাংলাদেশ আজ চতুর্থ টি-টোয়েন্টিতে সিরিজের সর্বোচ্চ রান করবে। তবে স্বাগতিকেরা সব উইকেট হারিয়েছে ১৪৩ রানে।

উদ্বোধনী জুটিতে ৬৭ বলে ১০১ রান যোগ করেন সৌম্য তানজিদ তামিম। তাদের উদ্বোধনী জুটি ভাঙার পরই ৪২ রানে শেষ ১০ উইকেট হারিয়েছে বাংলাদেশ। শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করলেও ১৪৩ রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে বাংলাদেশ।

দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২ ওভারে উইকেটে ১০৮ রান। প্রথম তিন ম্যাচে চার নম্বরে নামলেও আজ নেমেছেন তিন নম্বরে। তবে করেছেন বলে ১২ রান। মেরেছেন চার। ১৪ তম ওভারের চতুর্থ বলে সিকান্দার রাজাকে তুলে মারতে যান হৃদয়। ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা ব্রায়ান বেনেট ক্যাচ ধরেন।

ক্যাচ ধরার ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন বেনেট। ১৫ তম ওভারে প্রথম বল ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে গিয়ে বোকা বনে যান সাকিব। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দশ মাস পর ফিরে বলে করেছেন এক রান। একই ওভারের শেষ বলে নাজমুল হোসেন শান্তকেও বোল্ড করেন বেনেট। বাংলাদেশ অধিনায়ক করেন বলে রান।

বাংলাদেশ এক ওভারে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়েছে তিনবার। ১৭ তম ওভারের দ্বিতীয় বলে জাকের আলী অনিককে ফেরান রিচার্ড এনগারাভা। একই ওভারের পঞ্চম বলে হাস্যকর এক রান আউটের শিকার হয়েছেন তাসকিন আহমেদ। এনগারাভাকে মিড উইকেটে ঠেলে সিঙ্গেল নিতে যান তাসকিন। রিশাদ হোসেনের থেকে কোনো সাড়া পেয়ে যতক্ষণে তাসকিন ফিরতে যান, ততক্ষণে আউট তাসকিন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ গুটিয়ে গেছে ১৯. ওভারে ১৪৩ রানে।

মেসেঞ্জার/হাওলাদার

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768