ঢাকা,  সোমবার
২০ মে ২০২৪

The Daily Messenger

সাকিব আল হাসানের নৈপুণ্যে টাইগারদের জয়

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ২১:৫১, ১০ মে ২০২৪

সাকিব আল হাসানের নৈপুণ্যে টাইগারদের জয়

ছবি: সংগৃহীত

ম্যাচটি প্রায় জিতেই নিয়েছিল জিম্বাবুয়ে। শেষ ওভারে জয়ের জন্য সিকান্দার রাজাদের দরকার ছিল ১৪ রান। বোলিং তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ে তিনি ভালো কিছু না করতে পারলেও এদিন শেষ ওভারে দলের প্রয়োজনটা ঠিকই মেটালেন। অবশেষে রানে জয় হল টাইগারদের।

চলতি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার দেখা গেল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচ। ব্যাটারদের ব্যর্থতার পর বোলারদের কল্যাণে সিরিজে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

সাকিব আল হাসান ওভার বল করে রান দেন ৩৫,কিন্তু তুলে নিয়েছেন মূল্যবান উইকেট। তার করা শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১৪ রান হাতে দুই উইকেট। সাকিব বলে দেন রান, এর মধ্যে তুলে নেন দুটি উইকেট। অল আউট হয় জিম্বাবুয়ে।

বাংলাদেশের দেয়া ১৪৪ রানের টার্গেটে খেলতে নেমে জিম্বাবুয়ের ব্যাটিং খুব একটা খারাপ হয়নি। তবে স্বাগতিক বোলাররাই বরং উপহার দিয়েছেন নিয়ন্ত্রিত বোলিং। তাতে জিম্বাবুয়ে লক্ষ্যের খুব কাছে গিয়ে থেমেছে আবারও। তাসকিন-সাকিব-মুস্তাফিজদের আঁটসাঁট বোলিংয়ের সুবাদে কল্যাণে ১৩৮ রানে শেষ হয়েছে সফরকারীদের ইনিংস। চতুর্থ ম্যাচে বাংলাদেশের জয় রানে।

মেসেঞ্জার/হাওলাদার

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768