ঢাকা,  রোববার
২৮ এপ্রিল ২০২৪

The Daily Messenger

সিংগাইরে জুয়ার আসর ১০ জুয়ারি আটক

মানিকগঞ্জ (সিংগাইর) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৬, ৪ মার্চ ২০২৪

সিংগাইরে জুয়ার আসর ১০ জুয়ারি আটক

ছবি : মেসেঞ্জার

মানিকগঞ্জের সিংগাইরে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। রোববার ( মার্চ) দিবাগত রাতে সিংগাইর থানার পুলিশ গোপন সংবাদেও ভিত্তিতে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সময় ১০ জুয়াড়িকে আটক করা হয়।

তাদের কাছ থেকে নগদ ৫২ হাজার ৮০ টাকা খেলার সরঞ্জাম পেকেট প্লেইং কার্ড ও বসার পাটি জব্দ করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- ফোর্ডনগর খানপাড়া এলাকার মৃত নবু খানের ছেলে মো. আবু বক্কর খান (৪৮), মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. কাওছার মিয়া (৫০), মৃত ফজলুর রহমানের ছেলে মো. বাবুল খান (৫৪) ধল্লা মধ্যপাড়া এলাকার মৃত . রহিম মিয়ার ছেলে মো. নুরুল ইসলাম(৪০), তারা মিয়ার ছেলে মো. ইদ্রিস মিয়া। দক্ষিণ ধল্লা এলাকার ফজল হকের ছেলে মো. পারভেজ মিয়া (৩২), মো. আলম, মোঃ আল ইসলাম (৪০) সাভার উপজেলার ব্যাংক টাউন মো. বকু মিয়া, সাভারের নামাগেন্ডা এলাকার রিয়াজুল ইসলাম (৪০) ও কেরানীগঞ্জ থানার লংকারচর এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে রতন মিয়া (৩৫)

জানা গেছে, উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের বাবুল খান দীর্ঘদিন যাবত ওই এলাকার জুয়ার আসর বসিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। বাবুল খানের নেতৃত্বে ওই এলাকায় চলে জমজমাট জুয়া খেলা। নিয়ে এলাকাবাসী পুলিশকে জানালে রাতে অভিযান চালায় সিংগাইর থানা পুলিশ।

বিষয়ে পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত শেখ মো: আবু হানিফ জানান, আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন চিহ্নিত জুয়ারি। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

মেসেঞ্জার/বাদল/আপেল

dwl
×
Nagad