ঢাকা,  বৃহস্পতিবার
০২ মে ২০২৪

The Daily Messenger

লক্ষ্মীপুরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৮, ৩০ মার্চ ২০২৪

লক্ষ্মীপুরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ

ছবি: মেসেঞ্জার

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুর বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শনিবার (৩০ মার্চ) সকালে উপজেলার রাখালিয়া বাজার এলাকায় রায়পুর-ঢাকা অঞ্চলিক মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ দুই ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসুচি পালন করেন তারা। এসময় ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এতে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, কারখানার মালিক পক্ষ শনিবার সকালে শ্রমিকদের ৩ মাসের বেতন, ২ মাসের ওভারটাইম ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানা মালিকপক্ষ তা না দেওয়ায় কর্মবিরতি দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করতে বাধ্য হন তারা। সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এছাড়া চুক্তি অনুুযায়ী মালিকপক্ষ শ্রমিকদের কোনো সুযোগ-সুবিধা দিচ্ছে না বলে জানান তারা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান ও রায়পুর থানার ওসি ইয়াছিন মজুমদার ঘটনাস্থলে এসে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। এদিকে শ্রমিকদের অভিযোগের বিষয়ে মালিক পক্ষের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

প্রসঙ্গত, একই দাবিতে এর আগেও ২০১৮ সালের ১৩ আগস্টে রায়পুর-ঢাকা মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসুচি এই শ্রকিরা।

মেসেঞ্জার/ফারদিন

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700