ঢাকা,  শুক্রবার
১৭ মে ২০২৪

The Daily Messenger

রাঙামাটিতে বজ্রপাতে নিহত ৩, আহত ৭

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৫, ২ মে ২০২৪

আপডেট: ১৪:৫৮, ২ মে ২০২৪

রাঙামাটিতে বজ্রপাতে নিহত ৩, আহত ৭

রাঙামাটি জেনারেল হাসপাতাল, ছবি : সংগৃহীত

রাঙামাটিতে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। বৃহস্পতিবার (২ মে ) সকালে রাঙামাটির বাঘাইছড়ি ও রাঙামাটি সদরসহ পৃথক স্থানে তিনজন নিহতের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, রাঙামাটি শহরের নজির আহম্মেদ (৫০) ,সাজেকের  টনিবালা ত্রিপুরা(৩৭) ও বাঘাইছড়ির উপজেলার বড়াদম মুসলিম ব্লক এলাকার বাহারজান বেগম (৬০)। বাকী আহতরা সকলেই বাঘাইছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়াও বজ্রপাতে একটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার ও রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শওকত আকবর খান। 

জানা গেছে, সকালে কাপ্তাই হ্রদে বরশি দিয়ে মাছ ধরার সময়ে আঘাতপ্রাপ্ত হলে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শিরীন আক্তার বলেছেন, সাজেক এবং বাঘাইছড়ি সদরে বজ্রপাতে এক বৃদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা প্রদানে চেষ্টা করা হবে।

মেসেঞ্জার/সজিব

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 770