ঢাকা,  রোববার
১৯ মে ২০২৪

The Daily Messenger

নাটোরে ঘাস কাটা নিয়ে সংঘর্ষে নিহত -১

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৮, ৬ এপ্রিল ২০২৪

আপডেট: ১৬:৫১, ৬ এপ্রিল ২০২৪

নাটোরে ঘাস কাটা নিয়ে সংঘর্ষে নিহত -১

ছবি : সংগৃহীত

নাটোরে লালপুরে দুড়দুড়ীয়া ইউনিয়নের পাইকপাড়ায় জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মো. কামরুল ইসলাম (৪০)এর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ। মো. কামরুল ইসলাম (৪০) মৃত আব্দুর রহিমের ছেলে।

আহতরা হলেন মৃত আব্দুর রহমানের ছেলে কামাল হোসেন (৫০), তার ছেলে সবুজ (২৫), মৃত বাহার উদ্দিনের ছেলে ইনছার (৭০) ও তার ছেলে মন্টু (৪০) ও বাবলু (৫০), আমিনুল ইসলামের ছেলে তারিক (২০), বাবুলের ছেলে বিপ্লব (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুরে পাইকপাড়া গ্রামে চাচাতো ভাই কামালের জমিতে লাগানো ঘাস কাটেন কামরুল হাসান। এ ঘাস কাটাকে কেন্দ্র করে দুজন তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কামরুল হাসান গুরুতর আহত হন। তাকে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে শনিবার (৬ এপ্রিল) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কামরুল হাসানের মৃত্যু হয়। ওসি নাছিম আহমেদ বলেন, পারিবারিক দ্বন্দ্বে আহত একজন মারা গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেসেঞ্জার/আরিফুল/তারেক

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768