ঢাকা,  সোমবার
০৬ মে ২০২৪

The Daily Messenger

বৃষ্টির জন্য পাবনায় ইসতিসকার নামাজ আদায়

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৯, ২৪ এপ্রিল ২০২৪

আপডেট: ১১:৫০, ২৪ এপ্রিল ২০২৪

বৃষ্টির জন্য পাবনায় ইসতিসকার নামাজ আদায়

বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের বৃষ্টি চান তারা। বুধবার সকালে পাবনা দারুল আমান ট্রাস্টে। ছবি: শাহীন রহমান। 

তীব্র তাপদাহ, সাথে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে পাবনাসহ এ অঞ্চলের সাধারণ মানুষ। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে আম, লিচু ও ফসল। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পাবনায় সালাতুল ইসতিসকা অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে। পাবনা দারুল আমান ট্রাস্টের ক্যাম্পাসে খোলা আকাশের নিচে বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় ইসতিসকার নামাজ আদায় করেন পাবনাবাসী।

নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পাবনা ইসলামীয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ও মসজিদে আত তাকওয়ার পেশ ইমাম মাওলানা আব্দুস শাকুর।

তাওবাতুন নাসুহা বা একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। নামাজ ও দোয়ায় ছাত্র, যুবকসহ শহরের আশপাশের শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। 

মাওলানা আব্দুস শাকুর বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এটা যৌক্তিক একটি কারণ। আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন মালিকের কাছে ধর্ণা দেবো তিনি যেন রহমত বর্ষণ করেন। এজন্য আমরা আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইছি। রাসুলের সুন্নাহ অনুযায়ী আমরা মাঠে এসেছি, আমাদের অপরাধ স্বীকার করলাম। নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করলাম, ক্ষমা চাইলাম। আমরা আশা রাখি আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন এবং তিনি দয়া করে এ পরিবেশকে আবার সুন্দর করে দিবেন।

বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের বৃষ্টি চান তারা। বুধবার সকালে পাবনা দারুল আমান ট্রাস্টে। ছবি: শাহীন রহমান। 
 

মেসেঞ্জার/শাহীন/দিশা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700