ঢাকা,  রোববার
১৯ মে ২০২৪

The Daily Messenger

উপজেলা পরিষদ নির্বাচন

যশোরের মণিরামপুর ও কেশবপুরে প্রতিদ্বন্দ্বিতায় ২৭ প্রার্থী

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৬, ৫ মে ২০২৪

যশোরের মণিরামপুর ও কেশবপুরে প্রতিদ্বন্দ্বিতায় ২৭ প্রার্থী

ছবি : মেসেঞ্জার

আগামী মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের মণিরামপুর কেশবপুর থেকে ২৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুটি উপজেলায় ২৬০টি ভোট কেন্দ্রের ১৬০৫টি কক্ষে ভোটগ্রহণ হবে। এ কাজে ২৬০ জন প্রিজাইডিং অফিসার ১৬০৫ সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।

এদিকে, ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষায় দুই উপজেলায় ১৮৬৮ পুলিশ ৩৬০০ আনসার, ৪০ জন ্যাব চার প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০০৪ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দুই উপজেলায় মোট ভোটার লাখ ৮১ হাজার ৬৮৯। এর মধ্যে কেশবপুর উপজেলায় ভোট কেন্দ্র ৯৫টি। ভোট কক্ষ ৬৭০টি। ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন ৯৫ প্রিজাইডিং অফিসার ৬৭০ জন সহকারী প্রিজাইডিং অফিসার।

উপজেলায় মোট ভোটার লাখ ২০ হাজার ৯৫৪। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আব্দুল্লাহ নুর আল আহসান (দোয়াত কলম), এসএম মাহবুবুর রহমান (মোটরসাইকেল), কাজী মুজাহীদুর ইসলাম (হেলিকপ্টার), নাসিমা আক্তার সাদেক (শালিখ), ইমদাদুল হক (আনারস) মফিজুর রহমানকে (ঘোড়া মার্কা)

পুরুষ উপজেলা প্রার্থীরা হলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন (তালা), পলাশ কুমার মল্লিক (উড়োজাহাজ), আব্দুল লতিফ রানা (মাইক), মনিরুল ইসলাম (টিউবওয়েল) সুমন সাহা (চশমা) মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মনিরাম খানম (কলস) রাবেয়া খাতুন (ফুটবল)

এদিকে, মণিরামপুর উপজেলা নির্বাচনে ১৬৫টি ভোট কেন্দ্রের ৯৩১টি কক্ষে ভোটগ্রহণ হবে। ১৬৫ প্রিজাইডিং অফিসার ৯৩১ সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। উপজেলায় মোট ভোটার লাখ ৬০ হাজার ৭৩৫।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ফারুক হোসেন (মোটরসাইকেল), মিকাইল হোসেন (ঘোড়া) আমজাদ হোসেন লাবলু (আনারস) পুরুষ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্র্থীরা হলেন, এসএম আব্দুল হক (তালা), মুনজুর আক্তার (চশমা), শরিফুল ইসলাম (টিয়া পাখি) সন্দীপ কুমার ঘোষ (টিউবওয়েল)

মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আমেনা বেগম (হাঁস), কাজী জলি আক্তার (কলস) মাহবুবা ফেরদৌস পাপিয়া (বৈদ্যুতিক পাখা), জেসমিন (প্রজাপতি), মাজেদা খাতুন (পদ্মফুল) সুরাইয়া আক্তার (ফুটবল)

মেসেঞ্জার/বিল্লাল/আপেল

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768