ঢাকা,  সোমবার
০৬ মে ২০২৪

The Daily Messenger

রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধের ডাক ইউপিডিএফের

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৮, ২৪ এপ্রিল ২০২৪

রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধের ডাক ইউপিডিএফের

ছবি : সংগৃহীত

বান্দরবানে কেএনএফ-বিরোধী যৌথ অভিযানে গনগ্রেপ্তারের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার রাঙামাটি জেলায় অর্ধ দিবস সড়ক নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিট।

ওই দিন ভোর ৫টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে রাঙামাটি জেলাব্যাপী এই অবরোধ চলবে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিট তার সহযোগী গণ সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ সংশ্লিষ্টদের মধ্যে অনুষ্ঠিত এক জরুরী সভায় উক্ত সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে সংগঠনটির এক দায়িত্বশীল সূত্র।

ইউপিডিএফ সংগঠক সচল চাকমা জানিয়েছেন, বান্দরবানে চলমান কেএনএফ বিরোধী অভিযানের নামে নিরীহ মানুষ হত্যা, নারী-শিশুসহ গণগ্রেপ্তার হয়রানির তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, একটি প্রকৃত গণতান্ত্রিক সভ্য দেশে ধরনের জঘন্য মানবাধিকার লঙ্ঘন চলতে পারে না।

তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি, নিরীহ লোকজনকে হয়রানি বন্ধ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের ওপর আরোপিত অন্যায় বেআইনী বাধা-নিষেধ প্রত্যাহারের দাবি জানান।

এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পানি-বিদ্যুতের সংযোগ প্রদান মেরামতের কাজে ব্যবহৃত গাড়ি, জরুরী ঔষধ, সংবাদপত্র সাংবাদিক পরিবহনকারী যান অবরোধের আওতামুক্ত থাকবে।

মেসেঞ্জার/সুপ্রিয়/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700