ঢাকা,  সোমবার
০৬ মে ২০২৪

The Daily Messenger

বরগুনার আমতলীতে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৩, ২৪ এপ্রিল ২০২৪

বরগুনার আমতলীতে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি : মেসেঞ্জার

বরগুনা জেলার আমতলীর একে স্কুল সংলগ্ন চৌরাস্তায় সড়ক জনপথ বিভাগের জমি দখল করে গড়ে তোলা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, আমতলী একে স্কুল সংলগ্ন চৌরাস্তা এলাকায় সড়ক জনপথ বিভাগের জমি দখল করে স্থানীয় প্রভাবশালী মনির পঞ্চায়েত, আলম পঞ্চায়েত, জাকির হাওলাদার, গফফার হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার, মাসুম পঞ্চায়েত, ইউনুছ ফকির খলিল ফকিরসহ বিভিন্ন ব্যক্তিরা সড়ক জনপথ বিভাগের করে ১৫টি ঘর তুলে বিভিন্ন ব্যক্তির নিকট ভাড়া দিয়ে আসছিলেন।

দীর্ঘদিন ধরে তাদের অবৈধ স্থাপনা সড়িয়ে নেয়ার জন্য বলা হলেও তারা না সরোনোয় বুধবার দুপুরে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মেসেঞ্জার/হিমাদ্রি/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700