ঢাকা,  রোববার
০৫ মে ২০২৪

The Daily Messenger

মেঘনায় কার্গো জাহাজ ডুবে নিখোঁজ এক, উদ্ধার ১১ নাবিক

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৩০, ২৫ এপ্রিল ২০২৪

আপডেট: ২১:৩১, ২৫ এপ্রিল ২০২৪

মেঘনায় কার্গো জাহাজ ডুবে নিখোঁজ এক, উদ্ধার ১১ নাবিক

ছবি : মেসেঞ্জার

নোয়াখালীর হাতিয়ার উপজেলার ভাসানচরের পশ্চিমে মেঘনা নদীতে এমভি মৌমনি নামে একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ভাসানচরের পশ্চিমে ইসলাম চরের কাছে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলেদের সহযোগিতায় জাহাজের ১১ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড।

দুর্ঘটনার পরপরই নাবিকরা জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে সহযোগিতা চায়। পরে ৯৯৯ থেকে হাতিয়া নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে সহযোগিতার জন্য বলা হয়।

এদিকে দুপুর ২টার দিকে হাতিয়া কোস্টগার্ড ও নলচিরা নৌ-পুলিশের দুটি টিম উদ্ধার করার জন্য হাতিয়ার নলচিরা ঘাট থেকে রওনা হয়।

হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট হারুনর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনাটি ঘটেছে ভাসানচরের পশ্চিমে ইসলাম চরের কাছে সাগর মোহনায়। কোস্টগার্ডের একটি দল ট্রলার নিয়ে ঘটনাস্থলে যায়। সন্ধ্যা পর্যন্ত জেলেদের সহযোগিতায় ১১ জন নাবিককে উদ্ধার করা হয়। তবে জাহাজের মাস্টারকে খুঁজে পাওয়া যায়নি।

মোহাম্মদ ওহায়েদুল ইসলাম নামে জাহাজের মালিক পক্ষের একজন জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। ডুবে যাওয়ার প্রকৃত কারণ জানা যায়নি।

জাহাজে থাকা লোকজনের সঙ্গে প্রথমে কথা বলা গেলেও মোবাইল নেটওয়ার্ক না থাকায় পরে যোগাযোগ করা সম্ভব হয় নাই। জাহাজটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকা যাচ্ছিল। জাহাজে ১২ জন নাবিক ছিল।

মেসেঞ্জার/মাহবুব/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700