ঢাকা,  বৃহস্পতিবার
০৯ মে ২০২৪

The Daily Messenger

নাটোরে লালপুরে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৫, ২৭ এপ্রিল ২০২৪

নাটোরে লালপুরে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭

ছবি : মেসেঞ্জার

নাটোরের লালপুরে পাইকপাড়া থেকে মাহফুজুর রহমান শিমুল (২৩) নামে এক যুবককে অপহরণের ঘটনায় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ এপ্রিল) পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রাম বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর গ্রামের বেলাল (৩৬), দেলোয়ার হোসেন টিটু (৩৫), ইপিজেড থানার দক্ষিণ হালিশহর গ্রামের আরিফ (২৬), পতেঙ্গা খেজুরতলার নুর হোসেন তুষার (২৪), নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মুটুবী গ্রামের নুর আলম (৩৯), বরগুনা পাথরঘাটা থানার খাড়াকান্দা হাসপাতাল রোডের রিপন (৩০), রাজবাড়ীর পাংশা থানার যশাই গ্রামের সুজন আহম্মেদ (৩১)

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর পুঠিয়া যাওয়ার পথে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া এলাকা থেকে প্রাইভেটকার থামিয়ে ভুক্তভোগী শিমুলকে সাদা রংয়ের হাইএস-মাইক্রোবাসে জোরপূর্বক অপরহণ করে নিয়ে যায়।

পরে প্রাইভেটকারের চালক মাইনুল ইসলাম মঈন লালপুর থানা পুলিশকে জানালে শুক্রবার রাত টার দিকে পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে ঢাকাগামী একটি হাইস মাইক্রোবাস থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারীকে গ্রেপ্তার অপহরণ কাজে ব্যবহৃত গাড়ীটি জব্দ করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, বড়াইগ্রাম থেকে অপহরণের ঘটনায় জড়িত জনকে গ্রেপ্তার করে তাদের নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় নিয়মিত মামলা রুজু করে করা হয়েছে।

মেসেঞ্জার/আরিফ/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700