ঢাকা,  বৃহস্পতিবার
১৬ মে ২০২৪

The Daily Messenger

চট্টগ্রামের কর্ণফুলীতে ম্যাজিস্ট্রেটের অভিযান, জরিমানা ৮ হাজার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৮, ২৯ এপ্রিল ২০২৪

চট্টগ্রামের কর্ণফুলীতে ম্যাজিস্ট্রেটের অভিযান, জরিমানা ৮ হাজার

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি ওষুধের দোকান, ২টি মুদির দোকানকে ভোক্তা অধিকার আইনে হাজার টাকা জরিমানা করা হয়েছে। সময় কাগজপত্র না থাকায় একটি সিএনজি অটোরিকশাকে ডাম্পিং- পাঠানো হয়।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটের সময় উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী অভিযান পরিচালনা করেন।

অভিযানে সার্বিক সহযোগিতা ছিলেন ভূমি অফিসের নাজির সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম।

অভিযানে মেয়াদ উর্ত্তীণ ওষুধ রাখা এবং ড্রাগ লাইসেন্স এর মেয়াদ না থাকায় মেসার্স লাল গোলাপ মেডিসিন কর্ণার নামক এক ঔষধের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় নমেয়া তৈয়ব স্টোর নামক দুটি মুদির দোকানকে ভোক্তা অধিকার আইনের ৩৯ ধারায় মোট হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও কোনো প্রকার ডকুমেন্টস না থাকা রাস্তার মাঝে আইন অমান্য করে পার্কিং করায় একটি সিএনজি অটোরিকশাকে ডাম্পিং পাঠানো হয়।

প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, 'সাধারণ মানুষের সুরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।'

মেসেঞ্জার/আকাশ/আপেল

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 770