ঢাকা,  শুক্রবার
১৭ মে ২০২৪

The Daily Messenger

উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শুরু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪০, ২ মে ২০২৪

আপডেট: ১৯:২১, ২ মে ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শুরু

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে ২১ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ গ্রহণকারী মোট ১০ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ-প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বরমান হোসেন।

চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, মোটরসাইকেল প্রতীক।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা, দোয়াত কলম প্রতীক। জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু আনারস প্রতীক।

সাবেক চেয়ারম্যান এম কফিল উদ্দিন, ঘোড়া প্রতীক। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ,কাপ পিরিচ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উলিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, টিয়াপাখি প্রতীক।

সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আজাহার আলী সরকার রাজা, টিউবওয়েল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিপা বেগম,হাঁস প্রতীক। সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের জেলা সদস্য মতি শিউলী, কলস প্রতীক ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিঞা সাইদের সহধর্মিণী মুশতারী রহমান চন্দনা, ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই শুরু করেছেন প্রচার প্রচারণা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় একটি পৌরসভাসহ ১৩ টি ইউনিয়ন পরিষদে ১৫১ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৭৮০ জন। তার মধ্যে মহিলা ভোটার এক লাখ ৭৭ হাজার ৭৬৭ জন ও পুরুষ ভোটার এক লাখ ৭৫ হাজার ১৩ জন।

মেসেঞ্জার/শাহিন/আপেল

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 770