ঢাকা,  শুক্রবার
১৭ মে ২০২৪

The Daily Messenger

অবৈধভাবে মাটি কাটায় ১ জনকে জরিমানা ও ২ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ২ মে ২০২৪

আপডেট: ২২:২২, ২ মে ২০২৪

অবৈধভাবে মাটি কাটায় ১ জনকে জরিমানা ও ২ জনের বিরুদ্ধে মামলা

ছবি : মেসেঞ্জার

ফরিদপুরের সালথায় অবৈধভাবে বনাঞ্চলের মাটি ও ফসলি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড ও ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১ মে) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খাড়দিয়ায় অবৈধভাবে বনাঞ্চলের মাটি কেটে ইটভাটায় বিক্রির একজনকে ৩০ হাজার টাকা এবং একই ইউনিয়নের যদুনন্দী গ্রামে পুকুর থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বালী। 

ফরিদপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী জানান, যদুনন্দী ইউনিয়নের বিভিন্ন যায়গায় অবৈধ মাটি কাটা/উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের জন্য দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। 

তিনি আরও জানান, অবৈধভাবে বনাঞ্চল এবং ফসলি জমির মাটি কাটা রোধকল্পে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা  অব্যাহত থাকবে।

মেসেঞ্জার/নাজিম/তারেক

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 770