ঢাকা,  শনিবার
১৮ মে ২০২৪

The Daily Messenger

জয়পুরহাটে তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৯, ৪ মে ২০২৪

জয়পুরহাটে তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি

ছবি : মেসেঞ্জার

জয়পুরহাটে দীর্ঘ এক মাস তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। জয়পুরহাটের পাঁচটি উপজেলার মধ্যে জয়পুরহাট সদর, কালাই, ক্ষেতলাল, আক্কেলপুরে বৃষ্টি হয়েছে।

শনিবার (৪ মে) বিকেলে টা ১০ থেকে টা ৩৫ পর্যন্ত বৃষ্টি স্থায়ী ছিল।

জয়পুরহাটে এক সপ্তাহে সর্ব্বোচ্চ ৩৬ থেকে ৪০. ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠানামা করেছে।

চলমান তীব্র তাপদাহের কারণে প্রচন্ড গরম আবহাওয়া প্রবাহিত হয়েছে। ফলে মানব প্রাণিকুলের চলাচলে জীবন অতিষ্ট হয়ে পড়েছিল। তাপদাহ থেকে রক্ষা পেতে জয়পুরহাটে বৃষ্টির প্রত্যাশায় জেলার বিভিন্ন স্থানে নামাজ আদায় করা হয়েছে।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ বলেন, অবশেষে বহুকাঙ্খিত বৃষ্টি ঝড়েছে জয়পুরহাটে। আজ বিকেল চারটার কিছু পরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামে। সেই সাথে প্রচন্ড খরতাপে অস্থির জনজীবনে নেমে আসে স্বস্তি।

খেটে খাওয়া শ্রমজীবি মানুষ এই বৃষ্টিতে অত্যন্ত আনন্দিত। আশা করা হচ্ছে কয়েক দিনের প্রচন্ড তাপদাহ অনেকটা স্তিতিশীল হবে এই বৃষ্টির দ্বারা।

মেসেঞ্জার/মামুন/আপেল

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768