ঢাকা,  শনিবার
১৮ মে ২০২৪

The Daily Messenger

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি পাবে

ফরিদপুর প্রতিনিধি   

প্রকাশিত: ১৭:০৫, ৫ মে ২০২৪

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি পাবে

ছবি : মেসেঞ্জার

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সর্বজনীন পেনশন স্কীমের মাধ্যমে সামাজিক বৈষম্য, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। বয়সের একটা পর্যায়ে যখন কোন মানুষের আয় করার সক্ষমতা থাকেনা, তখন পেনশন স্কীমের মাধ্যমে ওই ব্যক্তির কারও উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন পড়েনা।

এই যে অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা করার চিন্তা এটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব। এ স্কীম সম্পর্কে জানতে এবং স্কীমে অন্তর্ভুক্ত হতে সোনালী ব্যাংক সহ নির্দেশিত স্থানে ব্যবস্থা রয়েছে। তিনি সবাইকে এ স্কীমের আওতাভুক্ত হবার আহবান জানান।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার রোববার (৫ মে) দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিন বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। 

উপজেলা কর্মকর্তা বি,এম,কুদরত -এ -খুদার সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেস অতিথি  ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, সহকারী কমিশনার মুজিবুল হক,ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন আল রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস,মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, বীরমুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব,ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন প্রমূখ। 

এসময় আরও  উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন, উপজেলার অফিসার বৃন্দ,নানা শ্রেণীপেশার  নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

মেসেঞ্জার/নাজিম/তারেক

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768