ঢাকা,  রোববার
১৯ মে ২০২৪

The Daily Messenger

শ্রীমঙ্গলে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা আইনে ১৭ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১১, ৫ মে ২০২৪

শ্রীমঙ্গলে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা আইনে ১৭ হাজার টাকা জরিমানা

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার অধিদপ্তর সুত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলামের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ রবিবার (৫ মে) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের সোনার বাংলা রোড, নতুনবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে  অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা,প্যাকেটজাত পণ্যের গায়ে মূল্য, উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সোনার বাংলা রোডে অবস্থিত রাহী আইসক্রীমকে ১৫ হাজার টাকা, নতুনবাজারে অবস্থিত দেবাশীষ স্টোরকে ১ হাজার টাকা, নীলকান্ত স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারি পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

মেসেঞ্জার/কাজল/তারেক

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768