ঢাকা,  রোববার
১৯ মে ২০২৪

The Daily Messenger

হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন

সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৮, ৫ মে ২০২৪

সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

ছবি : মেসেঞ্জার

আগামী ২১ মে নির্বাচন কমিশনার ঘোষিত চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান জন প্রতিদন্ধিতা করছেন।

রোদ বৃষ্টি উপেক্ষা করে যার যার প্রতিক সর্মথকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে ভোটারদের নিকট গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। প্রতিটি অলিতে গলিতে পোস্টার, ব্যানারে ভরে গেছে।

বর্তমান চেয়ারম্যান উত্তর জেলার আওয়ামী যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম গতবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বচিত হয়েছিলেন। এবার তিনি (মোটরসাইকেল) প্রতিক নিয়ে নির্বাচন করছেন।

আরেক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমান (ঘোড়া) প্রতিকে নির্বাচন করছেন। অন্যজন চট্টগ্রাম উত্তর জেলার আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সম্পাদক আলহাজ্ব ইউনুস গনি চৌধুরী (আনারস) প্রতিকে নির্বাচনে লড়বেন।

চেয়ারম্যানের পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে জমে উঠেছে জঠিল সমীকরণ। গতবারে চবির ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম খালিদ উপজেলা মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো:নুরুল আবছার পরাজিত হলেও এবার তারা জিততে কোমড় বেঁধে নেমেছেন।

খালেদের (বাল্ব) আবছার চশমা প্রতিক নিয়ে লড়বেন তাদের সাথে আরো দুজন নতুন যুক্ত হয়েছেন। এরা হলেন- উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক, উত্তর জেলার পুজা উদযাপন পরিষদ এর সাবেক সভাপতি অশোক কুমার নাথ তরুন উদীয়মান সমাজ সেবক ব্যারিষ্টার মো: আসরাফ। অশোক কুমার নাথ (তালা) মো: আশরাফ টিউবওয়েল প্রতিক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক বর্তমান মিলে ৪জন প্রতিদ্বন্দিতা করতে যাচ্ছেন। বর্তমানে মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা (কলস) সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম (ফুটবল) মোছা: শারমিন ইকবাল (হাঁস), বিবি ফাতেমা শিল্পী (প্রজাপতি) প্রতিক নিয়ে ভোট যুদ্ধে লড়বেন।

এদিকে ভোটারা মনে করেন এবার উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ন নির্বাচন হলে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। তবে চেয়ারম্যান পদে তিন হেভিওয়েট প্রার্থী থাকায় হাড্ডি হাড্ডি লড়াই হবে মনে করছেন ভোটাররা। এছাড়া ভাইস চেয়ারম্যান পদেও লড়াই হবে সমানে সমানে।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক বর্তমানের মাঝে লড়াই হলেও বাকিরা মাঠে সরব থাকবে বলে মনে করেন ভোটাররা। তবে বিগত দিনের প্রার্থীদের কার্যক্রমের হিসাব নিকাশের উপর ভিত্তিতে ভোট দিবেন।

উল্লেখ: ১৪ ইউনিয়ন ১টি পৌরসভা নিয়ে হাটহাজারী উপজেলা গঠিত। এখানে পুরুষ ভোটার ১ লক্ষ ৮৬ হাজার ৬’শ ৪৩ জন মহিলা ভোটার ১ লক্ষ ৭০ হাজার ৮০৫ জন রয়েছে।

মেসেঞ্জার/সুমন/আপেল

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768