ঢাকা,  রোববার
১৯ মে ২০২৪

The Daily Messenger

ইটভাটার ধোয়ায় বাগানের আম নষ্ট, আমচাষীকে জীবননাশের হুমকি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি 

প্রকাশিত: ২১:২৩, ৫ মে ২০২৪

ইটভাটার ধোয়ায় বাগানের আম নষ্ট, আমচাষীকে জীবননাশের হুমকি

ছবি : মেসেঞ্জার

যশোরের ঝিকরগাছায় ইটভাটার বিষাক্ত হাওয়ায় বাগানের আম নষ্ট করার পরও উল্টো জীবন নাশের হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন আঃ রাজ্জাক (৫০) নামের আমচাষী।

তিনি বাঁকড়া গ্রামের আবদার আলী মোড়লের ছেলে। জিডিতে উপজেলার মাটিকুমরা গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে আলমগীর হোসেন (৩৭) শার্শা উপজেলার বড়বাড়ীয়া গ্রামের আমির ডাক্তারের ছেলে আমিরুল ইসলাম লাল্টু (৪৯) কে বিবাদী করেছেন।

থানার সাধারণ ডায়েরী (জিডি) সূত্রে জানা যায়, বাদী একজন আমচাষী। সে মাটিকুমরা গ্রামের মুজিবর রহমান গাজী, হবিবার রহমান গাজী, আব্দুর রহমান গাজীদের পাঁচ বিঘা জমি দুই বছর চুক্তিতে লিজ নিয়ে ১৮ বছর যাবৎ আমের চাষ করেন।

এমতাবস্থায় গত ২৭ এপ্রিল রাত আনুমানিক ১১টার সময় ২নং বিবাদীর নিউ টাটা ব্রিকস্ নামে ইটের ভাটার গরম হাওয়া ছাড়ার কারনে বাদীর উক্ত পাঁচ বিঘা আমের বাগান পূর্ব পশ্চিম পার্শ্বের মোট ৬৪ টি গাছের আম ঝরে যায়।

বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। এতে করে গত মে রাত আনুমানিক ১০টা ১৬ মিনিটের সময় বিবাদীর নাম্বার দিয়ে বাদীর নম্বারে ফোন দিয়ে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। জীবন নাশের হুমকি প্রদান করে।

ঘটনায় আব্দুর রাজ্জাক জীবনের নিরাপত্তা চেয়ে ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১৮৬, তারিখ ০৫/০৫/২০২৪ইং।

ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, আব্দুর রাজ্জাক নামের এক কৃষক একটি সাধারণ ডায়রী করেছে। ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেসেঞ্জার/আলমগীর/আপেল

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768