ঢাকা,  রোববার
১৯ মে ২০২৪

The Daily Messenger

ঋণ খেলাপের দায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৮, ৫ মে ২০২৪

আপডেট: ২২:১৩, ৫ মে ২০২৪

ঋণ খেলাপের দায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ছবি : মেসেঞ্জার

ঋণ খেলাপের দায়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ্যাড. তামিম আহমেদ সোহাগের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার (৫ মে) প্রার্থীতা বাছাইয়ের দিনে তার মনোনয়নপত্র বাতিল হয়। তবে মনোনয়ন ফিরে পেতে তিনি উর্দ্ধতন কতৃপক্ষের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন।

সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জিয়াউর রহমান জানান,‘‘বেসিক ব্যাংকে ঋণ খেলাপের দায়ে অ্যাড. তামিম আহমেদ সোহাগের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ’’

এবিষয়ে তামিম আহমেদ সোহাগ জানান, ‘‘বেসিক ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়েছিলেন আমার বাবা। আমি তার জামিনদার ছিলাম।

যতদূর মনে পড়ে ,সেই  ঋণের ৮০ হাজার টাকা শোধও করেছিলেন তিনি। পরে এই ঋণের বিষয়টি খেয়ালও ছিলনা। বেসিক ব্যাংকে টাকা পরিশোধ করে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে অচিরেই  উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, তৃতীয় ধাপের সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

মেসেঞ্জার/আসাদ্দুজামান/তারেক

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768