ঢাকা,  সোমবার
২০ মে ২০২৪

The Daily Messenger

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ার সময় আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৮, ৮ মে ২০২৪

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ার সময় আটক ১

ছবি : মেসেঞ্জার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন চলাকালীন সময়ে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বুধবার (৮ মে) দুপুরে জাল ভোট দেওয়ার সময় তাকে আটক করা হয়।

বালিয়াডাঙ্গীর বড় পলাশ বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার সময় মোঃ রকিবুল নামের যুবককে আটক করেছেন প্রিজাইডিং অফিসার মোঃ নাজমুল হোসাইন কর্তৃক আটক হয়।

বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের বড় পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।

আটককৃত মোঃ রকিবুল বড় পলাশবাড়ির জালাল বস্তি গ্রামের মোঃ জাহাঙ্গীরের ছেলে।

বড় পলাশ বাড়ি ইউনিয়ন বড় পলাশবাড়ি সরকারী প্রথমিক  বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং মোঃ নাজমুল এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুপুরের দিকে জাল ভোট দেওয়ার সময় রকিবুল  নামের এক যুবককে আটক করা হয়।

বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বলেন, তাকে জাল ভোট দেওয়ার দায়ে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। কিছু সময়ের মধ্যে বিধি-বিধান মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মেসেঞ্জার/আরিফ/আপেল

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768