ঢাকা,  সোমবার
২০ মে ২০২৪

The Daily Messenger

সরাইলে দুই পোলিং এজেন্টসহ ৩ জনকে কারাদণ্ড

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৬, ৮ মে ২০২৪

সরাইলে দুই পোলিং এজেন্টসহ ৩ জনকে কারাদণ্ড

ছবি : মেসেঞ্জার

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে উপজেলা পরিষদ নির্বাচনে দুই পোলিং এজেন্টসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ( মে) উপজেলার কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদেরকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ।

তিনি জানান, অবৈধভাবে গোপনকক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় কাপ-পিরিচ প্রতীকের এজেন্ট শাকির মিয়া (৩৯) হাতেনাতে একজনকে আটক করা হয়। পরে তাকে দণ্ডবিধির ১৭১- ধারায় ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

একই কেন্দ্রে তালা প্রতীকের পুলিং এজেন্ট মো. হৃদয় মিয়াকে (২৮) ভোটারদের ভোট প্রদানের জন্য প্ররোচিত করার সময় আটক করা হয়। তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১- ধারায় ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের ভোট দেওয়ার জন্য অন্যায়ভাবে প্ররোচিত করার সময় হাতেনাতে মো. রাকিব হোসেন (২৪) নামের একজনকে দণ্ডবিধির ১৭১- ধারায় দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মেসেঞ্জার/রিমন/আপেল

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768