ঢাকা,  সোমবার
২০ মে ২০২৪

The Daily Messenger

ফুলছড়ি উপজেলার চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১২, ৮ মে ২০২৪

আপডেট: ১৭:০৩, ৮ মে ২০২৪

ফুলছড়ি উপজেলার চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

ছবি : মেসেঞ্জার

নানা অভিযোগে উপজেলা পরিষদের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিমএম সেলিম পারভেজ। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঘোড়া প্রতীকের প্রার্থী।

ভোটকেন্দ্র দখল, জালভোট প্রদান, এজেন্টদেরকে জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ করে আজ দুপুর সাড়ে ১২ টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একডেমি কেন্দ্রের সামনে সাংবাদিকদের ডেকে তিনি ভোট বর্জনের ঘোষনা দেন।

এসময় তিনি বলেন, সকাল থেকে স্থানীয় এমপির নির্দেশে তার লোকজন আমার এজেন্টদের বের দিয়েছেন। তার মনোনীত মোটরসাইকেল প্রতীকে সিল মেরে নেওয়া হচ্ছে। এসব দেখেও প্রশাসন নিরব ভুমিকা পালন করছেন। প্রশাসনকে বলে কোন ধরনের সহযোগিতা না পাওয়ায় তিনি এ ভোট বর্জনের ঘোষনা দেন।

এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই উপজেলায় ৬০টি কেন্দ্রে ১ লাখ ২৬ হাজার ৪০ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করবেন।

মেসেঞ্জার/শাকিল/আপেল

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768