ঢাকা,  সোমবার
২০ মে ২০২৪

The Daily Messenger

নাসিরনগরে পোলিং অফিসারকে মারধর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৭, ৮ মে ২০২৪

আপডেট: ১৭:০১, ৮ মে ২০২৪

নাসিরনগরে পোলিং অফিসারকে মারধর

ছবি : মেসেঞ্জার

নাসিরনগরে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে না দেওয়ায় পোলিং অফিসারকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভোটারদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ফলে কেন্দ্রটিতে কিছুটা ধীরগতিতে চলছে ভোটগ্রহণ। রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার পলাশ মজুমদার জানান, বেলা ১১টার দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির (চশমা প্রতীক) তার কয়েকজন সমর্থক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন।

এরপর তার সমর্থকরা জাল ভোট দিতে চাইলে কর্মরত পোলিং অফিসার ফয়সাল ইসলাম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রার্থীর সমর্থকরা পোলিং অফিসারকে চড়-ধাপ্পড় মারতে থাকেন।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তিনি জানান, কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯৯০টি। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২৪২টি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ওই কেন্দ্রের পরিস্থিতি শান্ত রয়েছে। পোলিং অফিসারকে মারধরে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে সকাল ৮টায় নাসিরনগর ও সরাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

দুই উপজেলার মোট ১৭৭টি কেন্দ্রে চলা ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়। নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মেসেঞ্জার/এনায়েত/তারেক

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768